ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

সাইকেল সড়ক হচ্ছে যুক্তরাজ্যে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ২ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:৩০, ২ জুলাই ২০১৮

সাইকেল আরোহীদের জন্য যুক্তরাজ্যের বড় বড় শহরে নির্মাণ হচ্ছে পৃথক সড়ক। বুধবার থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। শেষ করতে সময় লাগবে প্রায় পাঁচ বছর। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫০০ মিলিয়ন পাউন্ড।

এ প্রকল্পের আওতায় শুধু ম্যানচেস্টার শহরে সাইকেল আরোহীদের জন্য ৭৫ মাইলের সড়ক নির্মাণ করা হবে। ১৪০০ স্থানে এর জন্য ট্রাফিক সিগনালও বসানো হবে। পাঁচ বছরের এ প্রকল্পে পাঁচ হাজার মাইলের সড়ক ও ফুটপাতেরও উন্নয়ন করা হবে।

এ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে ম্যানচেস্টার শহরের মেয়র বলেন, এর মাধ্যমে শুধু সাইকেল আরোহীদেরই উপকার হবে না বরং লোকদের জন্য ভ্রমণের নতুন পথ খুলে যাবে। এর মাধ্যমে এখানকার অধিবাসীদের এ অনুভূতি জাগ্রত হবে যে তারা চমৎকার একটি জায়গায় বসবাস করেন।

সূত্র-উর্দু নিউজ

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি