ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

বিচারপতি নিয়োগে প্রার্থীদের সাক্ষাৎকার নিলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ৩ জুলাই ২০১৮

সর্বোচ্চ আদালতের এক বিচারপতি স্বেচ্ছায় অবসরে যাওয়ায় খালি হওয়া শূন্য পদ পূরণে সম্ভাব্যদের তালিকায় থাকা ৫ জনের সাক্ষাৎকার নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে পছন্দের তালিকায় স্থান পেয়েছেন দুইজন।

হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, খুব দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। এক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতি ব্রেট কাভানহো এবং অ্যামি কোনি ব্যারেটকে মনোনয়ন দেয়ার সম্ভাবনা রয়েছে। পরে ট্রাম্প মনোনীত প্রার্থীকে চূড়ান্ত অনুমোদন দেবে সিনেট। গেল সপ্তাহে বিচারপতি অ্যান্টনি কেনেডির অবসরের পর শুন্যপদ সৃষ্টি হয়।

গতকাল নর্থ ডেকোটায় এক র‌্যালীতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যান্থনি কেডেনির জায়গায় আমাকে একজনকে খুঁজতে হচ্ছে। ট্রাম্পের ভাষায় এক অসাধারণ বিচারপতির খুঁজছেন তিনি। ২৫ জনের তালিকা থেকে প্রধান বিচারপতি বেছে নিতে হবে তাঁকে। ট্রাম্প তার ভাষণে অ্যান্থনির ভুয়সী প্রশংসাও করেন।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি