ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

ইন্দোনেশিয়ার ভয়াবহ অগ্ন্যুৎপাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ৩ জুলাই ২০১৮

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আগুং পর্বতের আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় ওই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সময় ২ হাজার মিটার উপর দিয়ে লাভা উড়তে দেখা গেছে।

কয়েকদিনের ব্যবধানে আবারো লাভা উদগিরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এদিকে, চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় এনগুরা রাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে। ফলে আটকা পড়েছেন দ্বীপটিতে ভ্রমণরত পর্যটকরা। এদিকে, পর্বতের আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ১৯৬৩ সালে আগুং পর্বতের আগ্নেয়গিরিতে ভয়াবহ মাত্রায় লাভা উদগিরনে মারা যায় এক হাজারের বেশি মানুষ।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের ৬ কিলোমিটার এলাকায় ছাই ও পাথর ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ৭০০ মানুষ এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি