ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

মায়ের অসুস্থতার মধ্যেও চলেছে মরিয়মের প্রচারণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ৩ জুলাই ২০১৮

পাকিস্তানের সাধারণ নির্বাচনের আর মাত্র ২২ দিন বাকি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রচারণা ততই জোরালো হচ্ছে। ভোটের দিন এগিয়ে এলেও এখনও প্রচারণায় নামতে পারেননি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ।

মায়ের চিকিৎসার কারণে সপরিবারে লন্ডনে রয়েছেন তিনি। তাতে কি, নেত্রীর অনুপস্থিতিতে বসে নেই সমর্থকরা। মরিয়মকে জেতাতে জীবন্ত সিংহ নিয়ে পথে পথে নির্বাচনী প্রচারে নেমেছেন তারা। এবারের নির্বাচনে মরিয়মের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-নওয়াজ) পার্টির প্রতীক সিংহ।

পাকিস্তানের সাধারণ নির্বাচনে লাহোরের এনএ-১২৭ ও পাঞ্জাব অ্যাসেম্বলির পিপি-১৭৩ কেন্দ্র থেকে লড়ছেন মরিয়ম। সোমবার লাহোরের রাস্তায় সিংহ নিয়ে মাইকে প্রচারণা চালান মরিয়মের এক সমর্থক। মিয়ান জিয়া নামের ওই সমর্থক বলেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত এনএ-১২৭ আসনের প্রতিটি কোনায় মরিয়মের প্রচারণা চলবে। এ প্রচারণায় সিংহও থাকবে আমার সঙ্গে। লাহোরের ওই আসনে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রার্থী জামশেদ ইকবাল চিমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন মরিয়ম।

জিও নিউজ জানায়, মায়ের চিকিৎসার কারণে লন্ডনে থেকে মরিয়ম আগামী সপ্তাহে দেশে ফিরছেন। দলের নেতাদের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন মরিয়মের বাবা নওয়াজ শরিফ।

সূত্র- জিও নিউজ

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি