ঢাকা, শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫

ইরান-সৌদি প্রতিযোগিতা: তেল উত্তোলন বাড়াবে সৌদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

তেল উত্তোলন আরও বাড়াতে সৌদি রাজপরিবারের সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে দেশটির মন্ত্রীসভা। বাজার স্থিতিশীল ও ভারসাম্য করতেই সৌদি রাজপরিবার এই সিদ্ধান্ত নেয়।

বাদশা সালমানের নেতৃত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয়। অদূর ভবিষ্যতে দেশটির যোগান ও চাহিদার ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আসবে, এমন সমীকরণকে সামনে রেখে দেশটি তেল উত্তোলন বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি বাড়াতে সম্মত হয়েছেন সৌদি আরবের বাদশা সালমান। দেশটিতে ২০ লাখ ব্যারেলেরও বেশি পরিমাণ তেল রপ্তানি করবে দেশটি। সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে এক ফোনালাপের পরই ট্রাম্প এই কথা বলেন। তবে এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

চলতি মাসের শুরুতে ওপেক সম্মেলনে সৌদি আরব জানায়, তারা প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন বৃদ্ধি করবে। ওপেকের সদস্যপদ না নেওয়া রাশিয়া জানায়, তারাও তেল উত্তোলন বৃদ্ধি করবে।

ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর ইরান ও সৌদি আরবের মধ্যে ফের তীব্র প্রতিযোগিতা শুরু হয়। ইরানের বাজার ধরতে সৌদি আরব আরও বেশি পরিমাণে তেল উত্তোলন করবে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি