ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

দ্বিতীয় মেয়াদে শপথ নিচ্ছেন এরদোগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ৯ জুলাই ২০১৮

নতুন সব নির্বাহী ক্ষমতা নিয়ে হয়ে দ্বিতীয় মেয়াদের তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রিসেপ তাইয়েপ এরদোগান। আর এর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত একক সরকার ব্যবস্থার যে স্বপ্ন এরদোগান ১৫ বছর দেখেছেন তার বাস্তবায়ন সম্পন্ন হতে যাচ্ছে।

আজ সোমবার তুর্কি সময় বিকাল চারটায় দেশটির সংসদে নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এরদোগান।

এর আগে গত বছর দেশটিতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা সংক্রান্ত এক বিল পাস করাতে সক্ষম হন এরদোগান। এর ফলে বেশকিছু গুরুত্বপূর্ণ নির্বাহী ক্ষমতা পেতে যাচ্ছেন তিনি। এরমধ্যে দেশটির মন্ত্রীসভার নেতৃত্ব এবং রাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন তিনি।

দেশের সরকার ব্যবস্থার এই পরিবর্তনকে এরদোগান গত শতাব্দীতে অটোম্যান সাম্রাজ্য থেকে আধুনিক তুরস্ক গঠনের পর দেশটির অর্থনৈতিক উন্নয়নের জন্য সবথেকে ‘প্রয়োজনীয় উদ্যোগ’ বলে আখ্যায়িত করেছেন। গত সপ্তাহের শেষ নাগাদ নিজ দল একে পার্টিতে এক দেওয়া এক বক্তৃতায় এরদোগান বলেন, “সোমবার (আজ) প্রেসিডেন্টের শপথ নেওয়ার মাধ্যমে তুরস্ক এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। প্রেসিডেন্সিয়াল ব্যবস্থায় যে ক্ষমতা আমাদেরকে দেওয়া হচ্ছে তার মাধ্যমে আমরা আরও দ্রুত এবং শক্তিশালী ফলাফল পাব”।

সূত্রঃ রয়টার্স

//এস এইচ এস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি