ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ভিডিও

দুই মাথাওয়ালা বাছুর দুধ খেল দুই মুখেই!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

দুই মাথা, চার চোখ। এই বাছুরের জন্ম ব্রাজিলের গোইয়া প্রদেশের কাইয়াপোনিয়া শহরের এক খামারে। তার জন্মের পরেই এটির ভিডিও তোলা হয়। ভিডিওটি ইউটিউবে আপলোড করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, খামারের ঘাসজমিতে বাছুরটি শুয়ে রয়েছে এবং এক খামার কর্মী তাকে একটি ফিডিং বোতলে করে দুধ খাওয়াচ্ছেন। দেখা যাচ্ছে, দুই মুখেই বাছুরটি দুধ খাচ্ছে। খামারকর্মী জানিয়েছেন, বাছুরটির দুই মাথাই কার্যক্ষম।

খামারের মালকিন জিকা সোয়ারেস স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এমন বাছুর যে তাদের খামারে জন্মাতে পারে, তা তিনি স্বপ্নেও ভাবেননি।

তবে বাছুরটি জন্মের পর থেকেই খুব দুর্বল ছিল। জন্মের মাত্র ৫ দিন পরেই বাছুরটি মারা যায়।

স্থানীয় পশু চিকিৎসক ড্যানিয়েল রিবেরিও কামারগোস জানিয়েছেন, এটি একটি অতি বিরল ঘটনা।

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি