ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা সেই পর্নোস্টার গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার মামলা করে আলোচনায় আসা পর্নোস্টার স্টর্মি ড্যানিয়েলসকে গ্রেফতার করেছে ওহাইও পুলিশ। কলাম্বাসের একটি ‘স্ট্রিপ’ ক্লাব থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এক খদ্দেরকে দিয়ে ড্যানিয়েলস নিজেকে অযৌন উপায়ে স্পর্শ করানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন ড্যানিয়েলসের আইনজীবী মাইকেল অ্যাভেন্টি। এক টুইটে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে স্টর্মি ড্যানিয়েলস অভিযোগ করেন, ২০০৬ ট্রাম্পের সঙ্গে একই বিছানায় শুয়েছিলেন তিনি। আর এ জন্য তার মুখ বন্ধ রাখতে ট্রাম্প তাকে বিপুল পরিমাণ অর্থ দেয় বলেও দাবি করেন তিনি। স্টর্মি ড্যানিয়েলসের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তার আইনজীবী। তার আইনজীবী এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন।


ওহাইও অঙ্গরাজ্যের কম্যিউনিটি ডিফেন্স অ্যাক্ট এর আইন অনুযায়ী কোনো উদোম বা অর্ধ-উলঙ্গ ড্যান্সারকে স্পর্শ করা যায় না। তবে স্টর্মি সেই আইন লঙ্গন করে তাকে দিয়ে স্পর্শ করিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি