ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

মন খুলে হাসছেন ইরফান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ১৭ জুলাই ২০১৮ | আপডেট: ১২:৫২, ১৭ জুলাই ২০১৮

সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন৷ তবে কতটা সুস্থ আছেন তার কোনও খবর পাওয়া যাচ্ছিল না৷ বহুদিন ধরেই নানা রকমের পোস্ট করতে দেখা গিয়েছিল অভিনেতাকে৷ কিন্তু তার কোনও সঠিক আপডেট পাচ্ছিলেন না অনুরাগীরা৷ অর্থাৎ ইরফানের রিসেন্ট ছবি দেখতে পেলে কিছুটা আশ্বাস পেত শুভাকাঙ্খীরা৷ দীর্ঘ অপেক্ষার পর সামনে এল তার ছবি৷ যা দেখে বেশ খুশি ফ্যানেরা৷ ট্যুইটারে নতুন প্রোফাইল পিকচার আপলোড করে চমকে দিলেন সকলকে৷ প্রোফাইলের ছবিটিতে মন খুলে হাসছেন ইরফান।

অভিনেতার চোখে মুখে অসুস্থতার লেশমাত্র নেই৷ জীবনের প্রতিটি মুহূর্ত এইভাবেই যেন হেসে কাটাতে পারেন ইরাফান৷ এমন কঠিন অসুখ নিয়েও এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি৷ দুঃখের সময়কেও বদলে দিয়েছেন সুখের দিনে৷ মার্চ মাসের ধরা পড়ে তার অসুখ৷ এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান৷ অভিনেতার ক্যান্সারের সঙ্গে তাঁর লড়াই সম্পর্কে জানিয়েছিলেন৷ লন্ডনে চলছে তাঁর চিকিৎসা৷ আর সেই হাসপাতালের বেড থেকেই এক মর্মস্পর্ষী চিঠি লিখে তিনি নিজের হাল হকিকত সকলকে জানিয়েছিলেন ট্যুইটারে৷

ইরফান লিখেছিলেন, আমি হাসপাতালের যে ঘরটিতে ভর্তি রয়েছি, সেখানে একটা ব্যালকনি রয়েছে৷ যেটি দিয়ে আমি রোজ বাইরের পৃটিবীটা দেখি৷ রাস্তার এক পাশে আমার হাসপাতাল৷ আমার ঘরের ঠিক পাশেই কোমা ওয়ার্ড৷ অন্যদিকে লর্ডস স্টেডিয়াম… সেখানে রয়েছে ভিভিয়ান রিচার্ডসের হাসিতে ভরা পোস্টার৷ …প্রথমবার বুঝতে পারছি স্বাধীনতার অর্থ কি৷ আমি অসুস্থ জানার পর অনেকেই আমার জন্য প্রার্থনা করছেন৷ তাঁদের মধ্যে অনেকে আমাকে চেনেনও না৷ কিন্তু সকলের প্রার্থনা – জীবনদায়ি শক্তি হয়ে আমার স্পাইনাল কর্ডের মাধ্যমে ভিতরে প্রবেশ করে মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে৷ জীবনকে খুব কাছের থেকে অনুভব করতে পারছি৷

সোশ্যাল মিডিয়ায় ইরফান খানের নিজস্ব একটি পোস্ট থেকে সূত্রপাত হয় সবকিছুর৷ দু’দিন আগে ইরফান খোলা চিঠিতে লেখেন তিনি বিরল রোগে আক্রান্ত৷ তার এই ইমোশনাল চিঠিটি পড়ার পর স্বাভাবিকভাবে রিঅ্যাক্ট করেছিলেন প্রত্যেকে৷ নানা রকমের খবর তৈরি হতে শুরু হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে৷ এমনও শোনা যায় অভিনেতা আসলে ব্রেন ক্যান্সারে আক্রান্ত৷

এই খবর ভাইরাল হওয়ার পর মুখ খুলেছিলেন ইরফান পত্মী সুতপা শিকদার৷ তিনি জানিয়েছিলেন, তার সবচেয়ে ভালো বন্ধুটি নিজের রোগের সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করছেন। এই লড়াই তাদের জিততে হবেই। তবে এই সময় যারা গুজব ছড়াচ্ছেন তারা নিজের কাজে মন দিন।” সঙ্গে আশ্বাস দিয়েছিলেন, “লড়াই কঠিন হলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। তার বিশ্বাস, খুব শীঘ্রই জীবনের মূল স্রোতে ফিরবেন তারা।

সূত্র-কলকাতা ২৪

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি