ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

ট্রাম্প-পুতিনের সংবাদ সম্মেললে লাঞ্চিত মার্কিন সাংবাদিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বহু মার্কিনির চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের পরই ডাকা সংবাদ সম্মেলন থেকে এক মার্কিন সাংবাদিককে জোর করে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ‘পরমাণু অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি’র একটি কপি দেখানোয় ওয়াশিংটন ডিসির ‘দ্য ইনস্টিটিউট ফর পাবলিক অ্যাকিউরেসি’র কমিউনিকেশনস ডিরেক্টর এবং দ্য ন্যাশন ম্যাগাজিনের সাংবাদিক স্যাম হুসেইনিকে বের করে দেয় আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা লোকজন।

তবে সংবাদ সম্মেলনটি কভার করতে হুসেইনির জন্য প্রেস অনুমোদন নেয়া হয়েছিল বলে দ্য ন্যাশনের মুখপাত্র কেইটলিন গ্র্যাফ নিশ্চিত করেছেন। এদিকে হুসেইনিকে জোর করে সংবাদ সম্মেলন থেকে বের করে দেওয়ার ঘটনায় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। সিএনবিসি জানিয়েছে, হুসেইনির এই কর্মকাণ্ডকে বিদ্বেষপরায়ণ বলে মনে করছে রুশ কর্তৃপক্ষ।

দ্য ইনস্টিটিউট ফর পাবলিক অ্যাকিউরেসি’র ওয়েবসাইট অনুসারে, প্রগতিশীল ও তৃণমূল পর্যায়ের সংগঠনগুলো আইডিয়া মূলধারার মিডিয়াতে তুলে আনাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি