ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

বাড়ি থেকেই ২৫হাজার কর্মীকে কাজ করাবে যে সংস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ১৮ জুলাই ২০১৮

টেলিকমিউট সিস্টেম চালু করার পরিকল্পনা নিয়েছে জাপানের টয়োটা মোটর্স৷ এর ফলে অফিসে আসার আর তেমন দরকার পড়বে না ২৫হাজার কর্মীর৷ তারা সরাসরি বাড়ি থেকেই কাজ করতে সক্ষম হবে৷ সংস্থার পক্ষ থেকে এমনই ঘোষণা করেছেন৷

এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনায় বসা হবে এবং আশা করা হচ্ছে আগামী আগস্ট মাস থেকে এই ব্যবস্থা চালু হবে৷ নয়া ব্যবস্থায় মোট ৭২ হাজার কর্মীদের প্রায় এক তৃতীয়াংশের উপর কার্যকরী হচ্ছে৷ এই কর্মসূচি প্রয়োগ করা হবে সেই সব কর্মীদের উপর যারা পাঁচ বছরের বেশি সময় ধরে এই সংস্থায় কাজ করছেন এবং যারা একেবারে সংস্থার সদর দফতর আইচিতে মানবসম্পদ, অ্যাকাউন্টস, সেলস এবং গবেষণা ও উন্নয়ন বিভাগে কর্মরত রয়েছেন৷

এই সব কর্মীদের সারা সপ্তাহের মাত্র দুই ঘণ্টা অফিসে গেলেই চলবে, বাকি কাজ এরা সবাই বাড়ি থেকে সেরে নিতে পারবে৷ তবে সংস্থার তথ্যের নিরাপত্তার কথা মাথায় রেখে কর্মীদের জন্য এমনভাবে কম্পিউটার দেওয়া হবে, যার ফলে সেই ক্লাউড কম্পিউটিং সিস্টেম থেকে শুধু মক্কেলের টার্মিনালে কাজ করতে পারা যাবে৷

টয়োটা কর্তৃপক্ষ মনে করছে, কাজের ক্ষেত্রে শিথিলতার ফলে দক্ষ পুরুষ কর্মীদের সংস্থায় আটকে রাখতে সক্ষম হবে। কারণ তারা এবার অনেক বেশি সময় দিতে পারবেন ছেলেমেয়েদের সঙ্গে৷ অন্যদিকে এই ব্যবস্থায় মহিলা কর্মীরা যাতে বিয়ের পর অথবা মা হওয়ার পর চাকরি না ছাড়েন৷ এই পথেই কর্মীদের কাজ ছেড়ে দেওয়ার প্রবণতা কমান যাবে৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি