ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

মক্কায় মানিকগঞ্জের হজযাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ১৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে মোহাম্মদ আবুদস সাত্তার নামে আরো এক বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার পবিত্র মক্কা আল-মুকাররমায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার পাসপোর্ট নম্বর বিএন০৫৪০০০৮। পিলগ্রিম আইডি নম্বর ০৯৮৩০৮১।

তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায়। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে দ্বিতীয় হজযাত্রীর মৃত্যু হলো। এর আগে ১৬ জুলাই নারায়ণগঞ্জের আমির হোসেন নামে আরও এক হজযাত্রী মারা যান।

মোহাম্মদ আবদুস সাত্তার মদিনার জামাত এয়ার ট্রাভেলসের (হজ লাইসেন্স নম্বর ০৯৮৩) মাধ্যমে গত ১৮ মার্চ নিবন্ধন করেছিলেন। সৌদি থেকে ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি