ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

কোয়েটায় নির্বাচনী কেন্দ্রে বোমা হামলার দায় স্বীকার আইএসের  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ২৫ জুলাই ২০১৮

পাকিস্তানে কোয়েটায় একটি নির্বাচনী কেন্দ্রে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। আইএস এর ইরাকি শাখা এই আত্মঘাতি বোমা হামলা ঘটায় বলে দায় স্বীকারোক্তিতে বলা হয়। আইএস এর বার্তা সংস্থা আমাক-এ প্রকাশিত এক সংবাদে এই দাবি করা হয়।

পাকিস্তানে চলমান সাধারণ নির্বাচনে আজ বুধবার সকালে এই আত্মঘাতি বোমা হামলা চালানো হয়। নির্বাচন শুরু কয়েক ঘন্টার মধ্যে এই হামলা করা হয়। এতে এখন পর্যন্ত ২৯ জন নিহত এবং ৪০ জনের গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছে আল জাজিরা। আহতদের কোয়েটা সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেইগ।     

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী কেন্দ্রের বাইরে পুলিশের একটি কনভয়কে উদ্দেশ্য করে এই হামলা চালানো হয়েছিল।  

পাকিস্তানে এ নিয়ে নির্বাচনী সহিংসতায় গত দুই সপ্তাহে ২০৩ জন ব্যক্তি নিহত হলেন। গত ১৩ জুলাই বেলুচিস্তানে এক নির্বাচনী প্রচারণাতেই নিহত হয় ১৫৪ জন।  

আজ সকাল থেকে পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ৩০টি রাজনৈতিক দলের মোট ১২ হাজার ৫৭০ জন প্রার্থী এই নির্বাচনে বিভিন্ন পদে অংশ নিচ্ছেন। নির্বাচনের নিবন্ধিত ভোটার প্রায় ১০ কোটি ৬০ লক্ষ।

নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ৮৫ হাজার নির্বাচনী কেন্দ্রে প্রায় আট লক্ষ পুলিশ এবং সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

সূত্রঃ আল জাজিরা

//এস এইচ এস//এসি  

  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি