ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ব্যালটেই প্রেমের প্রস্তাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানে বোমাবাজি ও সন্ত্রাসের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন। নির্বাচন জয় পেয়েছেন তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। ইমরানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে দল থেকে পদত্যাগ করা আয়েশা গুলাইকে এবার সত্যিই এক ভোটার প্রস্তাব করেছেন। খোদ ব্যালট বক্সেই প্রেমের প্রস্তাব লিখেছেন তিনি।

দেশটির তেহরিক-ই-ইনসাফ-গুলালাইয়ের (পিটিআই-জি) নেতা আয়েশা গুলালাই তার নির্বাচনী আসন (এনএ-৫ নওশেরা-১) থেকে প্রার্থী হয়ে মাত্র একটি ভোট পেয়েছেন। সেই একটি ভোটেই আয়েশা গুলালাইকে লিখিতভাবে প্রেম নিবেদন করেছেন ভোটার! রিজালপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর কেন্দ্রে এ ভোটটি পড়ে। তবে ব্যালটে ভোটের পরিবর্তে ভোটার ‘আই লাভ ইউ’ লেখেন। পরে ভোটটি বাতিল করে দেন প্রিজাইডিং অফিসার।

উল্লেখ্য, আয়েশা গুলালাই পিটিআই থেকে বের হয়ে নতুন দল পিটিআই-গুলালাই গঠন করেছিলেন। তিনি পিটিআই ছাড়ার আগে অভিযোগ করেছিলেন, ইমরান খান তার মোবাইল ফোনে আপত্তিকর এসএমএস পাঠিয়েছিলেন। তবে তার এ অভিযোগ অস্বীকার করেন ইমরান খান।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি