ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

এবার সৌদির সামরিক ঘাঁটিতে হামলা হুতি বিদ্রোহীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সৌদির একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। । দেশটির জিজান প্রদেশের সামরিক ঘাঁটিটিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় হুতি বিদ্রোহীরা।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, জিজান প্রদেশের আল-খোবে এলাকার সামরিক ঘাঁটিতে সোমবার হামলা চালানো হয়। হামলায় ইয়েমেনি বাহিনী ১৫০ কিলোমিটার পাল্লার জিলজাল-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। খবরে বলা হয়েছে, সৌদি সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করে ইয়েমেনি সেনারা হামলা চালিয়েছে তবে এতে হতাহত বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানানো হয়নি।

সৌদি আরবের একই প্রদেশের জাবাল আদ-দাউদ এলাকায় ইয়েমেনি স্নাইপাররা একজন সৌদি সেনাকে হত্যা করেছে। এছাড়া, জাজান প্রদেশের আল-মাশআল সামরিক ঘাঁটিতে ইয়েমেনি স্নাইপারদের গুলিতে আরো তিন সেনা নিহত হয়েছে। পাশাপাশি আনসারুল্লাহ যোদ্ধাদের রকেট হামলায় সৌদি আরবের আস-সুদাইস ঘাঁটির একটি সামরিক যান ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি