ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

গাছমানব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গাছপালা মানুষের প্রাণ! কারণ এই গাছপালাই মানুষকে বেঁচে থাকার জন্য সবচেয়ে মূল্যবান উপাদান অক্সিজেন সরবরাহ করে থাকে। তাই গাছপালাকে ভালোবেসে এই সবুজ গাছ দিয়েই আকর্ষণীয় সাজে সেজেছেন এক নারী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিকোতে বৈশ্বিক জলবায়ু কার্যক্রম সম্মেলনের শেষদিন তাকে এ সাজে দেখা যায়। অনেকে তাকে ক্যামেরায় বন্দি করেছেন।  

বিশ্বকে সবুজে সবুজে সাজিয়ে তুলতে তিনি এ সাজে সেজেছেন বলে জানিয়েছেন। গাছের ডাল-পাতায় মোড়া এই শরীর দেখে যে কেউ মনে করবে এ যেন গাছমানব!   

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা ও বৈদ্যুতিক গাড়ি সম্প্রসারণের অঙ্গীকার নিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হয়েছে।

তথ্যসূত্র: এএফপি 

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি