ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

অস্ট্রেলিয়ানদের ভালোবাসায় মুগ্ধ হ্যারি ও মেগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ২৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:২৮, ২৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজকীয় ভ্রমণে অস্ট্রেলিয়ায় গিয়ে দেশটির মানুষের কাছে ভালোবাসা পেয়ে মুদ্ধ। গত মে মাসে বিয়ের পর এটিই তাদের প্রথম রাজকীয় সফর।

প্রিন্স হ্যারি মেগান মার্কেল চলতি মাসের ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে পৌঁছান। এখানে আসার পর হাজার হাজার অস্ট্রেলিয়ান তাদেরকে অভ্যর্থনা জানান। 

অস্ট্রেলিয়ায় তাদের এই ভ্রমণে অস্ট্রেলিয়ানরা তাদেরকে ভালোভাবেই গ্রহণ করেছেন। এটি অস্ট্রিলিয়ানদের ব্যবহারের মাধ্যমে ফুটে উঠেছে। তাদের মধ্যে ৯৮ বছর এক বৃদ্ধ নারী সিডনিতে তাদেরকে দেখার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। পরে তিনি হ্যারির সাথে দেখা করেন। হ্যারি ওই নারীর সাথে বন্ধুর মতো আচরণ করেন।  

এদিকে অস্ট্রেলিয়ার অন্যতম শহর ডাব্বুতে ভ্রমণে গিয়ে শিশুদের ভালোবাসায় সিক্ত হন। ওই শহরের এক স্কুলের ছোট বাচ্চারা মেগান ও মার্কেলকে নিয়ে গান পরিবেশন করেন। তারা তাদের গানে এই দম্পতির প্রতি ভালোবাসা প্রকাশ করেন।  

এ সময় হ্যারিকে এক স্কুল শিক্ষার্থীকে কোলে নিয়ে আদর করতে দেখা গেছে।

তবে সর্বশেষ জরিপে দেখা যায় অস্ট্রেলিয়ায় রিপাবলিকানদের প্রতি মানুষের জনসমর্থন বাড়ছে। এর ফলে অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজতন্ত্রের প্রতিকী আধিপত্যও ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।     

অস্ট্রেলিয়ান রিপাবলিকান আন্দোলনের জাতীয় পরিচালক মাইকেল কোনি বলেন, অস্ট্রেলিয়ার জনগণ প্রজাতন্ত্রে বিশ্বাসে, তারা গণতান্ত্রিক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ।  

অস্ট্রেলিয়ার রাষ্ট্র প্রধান হিসেবে রানী এলিজাবেথের ভূমিকা হচ্ছে প্রতিকী। মূলত ১৯৯৬ সালেই দেশটির কর্তৃপক্ষ তাদের পূর্বের ব্রিটিশ উপনিবেশ বাতিল করে।

তথ্যসূত্র: সিএনএন

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি