ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

যুক্তরাজ্যে বন্দুকধারীর হামলায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যের ফ্লোরিডার রাজধানী টালাহাসিতে বন্দুকধারীর হামলায় অন্তত দু`জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জানা গেছে ওই ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

ফ্লোরিডা পুলিশ বলছে, স্থানীয় একটি যোগ ব্যায়ামাগারে গত শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতনামা এক বন্দুকধারী অতর্কিতে হামালা চালায়। হামলার পর নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন ওই বন্দুকধারী। ফলে ঘটনাস্থলেই প্রাণ গেছে মোট তিনজনের।

পুলিশ বলছে, ওই বন্দুকধারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

টালাহাসির মেয়র এন্ড্রু গিলাম এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তথ্যসূত্র: এবিসি নিউজ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি