ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

‘মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় কাজ করছে ইরানের ক্ষেপণাস্ত্র’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।শনিবার রাতে ইরানের নিউজ চ্যানেলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তাই নিরাপত্তা নিশ্চিত করতেই ইরান নিরবচ্ছিন্নভাবে নিজের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করে যাচ্ছে বলেও জানান তিনি।

আমির হাতামি বলেন, শত্রুর সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ামক ভূমিকা পালন করছে এবং এ কারণেই এই বিষয়ে আমেরিকা স্পর্শকাতর হয়ে পড়েছে।

তিনি মধ্যপ্রাচ্যে পশ্চিমা সেনা উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, এই সেনা উপস্থিতি এ অঞ্চলকে নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু উপহার দিতে পারেনি।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশ একটি নিরাপদ, স্থিতিশীল ও শক্তিশালী মধ্যপ্রাচ্য দেখতে চায়। এ অঞ্চলের দেশগুলোর উচিত পাশ্চাত্যের ওপর নির্ভরতা বাদ দিয়ে নিজেদের মধ্যে ঐক্য ও সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে নিরাপদ রাখা।

জেনারেল হাতামি ইরানের বিরুদ্ধে আমেরিকার ‘নিষ্ঠুর’ নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রতি ইঙ্গিত করে বলেন, মার্কিন সরকার এ নিষেধাজ্ঞা আরোপ করে ইরানি জনগণের ঐক্য ও সংহতিতে ফাটল ধরাতে চায়। কিন্তু এ কাজে ওয়াশিংটন সফল হবে না।

তথ্যসূত্র : পার্সটুডে

এমএইচ/এসএ

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি