ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

ট্রাম্প যুক্তরাষ্ট্রকে হেয় করছেন: খোমেনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ৪ নভেম্বর ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মর্যাদার অবমননা করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি।

রোববার ইরানে পালিত হওয়া সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবস ও মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী ‍উদযাপনের আগে এক ভাষণে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ট্রাম্প প্রশাসন আমাদের ওপর পুনরায় যে নিষেধাজ্ঞা দিয়েছে তা ব্যর্থ হবে।

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর শক্তি, জ্বালানি এবং অর্থনৈতিক খাতসমূহে নিষেধাজ্ঞা আরোপ করে। আগামী সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। 

খোমেনি বলেন, ডোনাল্ড ট্রাম্প তার হাস্যকর এবং অযৌক্তিক কার্যকলাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অসম্মানিত করছেন।  

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, সামরিক শক্তি দিন দিন কমে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ১৯৭৯ সালের ৪ নভেম্বর আমাদের দেশের ঈমানদার ও সাহসী যুবকরা তেহরানে মার্কিন দূতাবাস দখল করেছিল। এভাবে আমরা সব দখলদারিত্বকে মারিয়ে সামনে এগিয়ে যাচ্ছি।

আমি আশা করছি আমদের ওপর আর কোনো সম্রাজ্যবাদী ও দখলদার প্রভাব খাটাতে পারবে না। 

তথ্যসূত্র: আল জাজিরা

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি