ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

‘ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না চীন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাবে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং।  সোমবার বেইজিংয়ে তিনি একথা জানান।

হুয়া চুন ইং বলেন, ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়িত হয় এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করছে চীন। বেইজিং ইরানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি ঘোষণা করেন।

তিনি বলেন, তার দেশ যেকোনো সংকটের সঠিক ও যুক্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংকট সমাধানের কোনো পথ নয়। চীন ইরানের সঙ্গে আন্তর্জাতিক সমাজের স্বাক্ষরিত পরমাণু চুক্তি পুরোপুরি মেনে চলবে বলেও জানান তিনি।

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক গোষণা অনুযায়ী গতকাল সোমবার থেকে ইরানের তেল ও ব্যাংকিং খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

তবে চীন, রাশিয়া ও তুরস্কসহ বিশ্বের বহু দেশ বলেছে, আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা ইরানের কাছ থেকে তেল আমদানির পাশাপাশি বাণিজ্যিক লেনদেন আগের মতো অব্যাহত রাখবে।

তথ্যসূত্র : পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি