ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি  

শত্রুতার জবাব শত্রুতার মাধ্যমেই 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক পরমাণু চুক্তিকে ঘিরে বিতর্কের জেরে ইরানের উপর আবার নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। সঙ্গে সঙ্গে পালটা চ্যালেঞ্জ ছুড়লেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।     

এক টেলিভিশন সাক্ষাৎকারে রুহানি বলেন, ‘আমেরিকার নিষেধাজ্ঞা আমরা গর্বের সঙ্গে অবজ্ঞা করছি। ওদের শত্রুতার জবাব শত্রুতা দিয়েই দেওয়া হবে। হাজার চেষ্টা করেও ওরা আমাদের রুখতে পারবে না।’

তিনি বলেন, ‘ইতিহাসে এমন নজির আছে কি-না জানা নেই, হোয়াইট হাউসে যিনি এলেন তিনিই আইন এবং আন্তর্জাতিক বিধিনিষিধের বিধাতা হয়ে গেলেন। কিন্তু আমেরিকা জেনে রাখুক, ওদের দাদাগিরি কিছুতেই মানা হবে না। কিছুতেই না।’

রুহানি দাবি করেন, মার্কিন নিষেধাজ্ঞা ইরান গর্বের সঙ্গে অবজ্ঞা করছে। কারণ তাদের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের বিরোধী। সবাই জানে কঠিন সময়ের মধ্যে এগোতে হচ্ছে দেশকে। কিন্তু নিজের ক্ষমতায় ইরান এই দুঃসময় কাটিয়ে উঠবে। আমেরিকা দেশকে বিপর্যস্ত করতে পারবে না।

এদিকে, নিষেধাজ্ঞার জেরে ইরানের অর্থনীতি বিপর্যয়ের মুখে পরতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। রিয়ালের দর নেমেছে তলানিতে।

রুহানি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার জরুরি ভিত্তিতে কাজ করছে। উল্লেখ্য, এর আগে এক দফা মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়েছে ইরানের উপর।

সোমবার দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা চাপাল আমেরিকা। যেখানে অপরিশোধিত তেল এবং পেট্রোপণ্যের উপর কড়া বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে যে সব দেশ বাণিজ্যিক সম্পর্ক রাখবে, তাদের উপরও নেমে আসবে একই নিষেধাজ্ঞা। তবে, ভারত, তুরস্ক, জাপান-সহ ৮টি মার্কিন বন্ধু দেশকে সাময়িক ভাবে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। আপাতত চীন, দক্ষিণ কোরিয়াও রয়েছে সেই তালিকায়।

তথ্যসূত্র: এনডিটিভি

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি