ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

প্রথম বিশ্বযুদ্ধ অবসানের শতবর্ষ

প্যারিসে একত্রিত হচ্ছেন বিশ্ব নেতারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ১১ নভেম্বর ২০১৮

প্রথম বিশ্বযুদ্ধ অবসানের শতবর্ষ পূর্তির স্মরণানুষ্ঠান উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে জড়ো হয়েছেন বিশ্বের প্রায় ৭০টি দেশের নেতারা।

একশ বছর আগে  ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরা প্যারিসের উত্তরে কমপিয়েনে বনে যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়েছিলেন।

গতকাল শনিবার ওই একই জায়গায় এক অনুষ্ঠানে ম্যাক্রোঁ ও মের্কেল পরস্পরের হাত ধরে আবেগের এক বিরল প্রদর্শনী দেখিয়েছেন।

আজ রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ বিশ্ব নেতারা যুদ্ধবিরতির শতবর্ষ উদযাপন করবেন ও ওই মহাযুদ্ধে নিহত সৈন্যদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করবেন।

এর আগে ১৯১৮ সালের ১১ নভেম্বর ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১১টায় ইউরোপের পশ্চিম রণাঙ্গনের কামানগুলো নিরব হয়ে গিয়েছিল। আর এর মাধ্যমেই চার বছর ধরে চলা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে।

এ যুদ্ধে এক কোটি সৈন্য ও লাখ লাখ বেসামরিক মানুষের জীবন কেড়ে নিয়েছিল।

রোববার বিকালে ম্যাক্রোঁ প্যারিস পিস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতাদের স্বাগত জানাবেন।

এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বহু  রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত থাকবেন।

তথ্যসূত্র : রয়টার্স 

এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি