ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

গাজার আঘাতে তামিলনাড়ুতে নিহত ২৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ১৬ নভেম্বর ২০১৮

সাইক্লোন গাজার আঘাতে লণ্ডভণ্ড হয়েছে তামিলনাড়ু উপকূল। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৩ জন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮০ হাজার মানুষকে। উপকূলীয় এলাকায় জারি রয়েছে রেড এলার্ট। সাইক্লোনটি এখন দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। 

শুক্রবার ভোররাতে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে নাগাপাত্তিনাম উপকূলে আঘাত হানে সাইক্লোনটি। ভারী বৃষ্টি আর প্রবল ঝড়ো হাওয়া নিয়ে রাজ্যের সাত জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় সাইক্লোন গাজা।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ জেলা। সাত জেলায় উপড়ে গেছে ১২ হাজার বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পাওয়ার স্টেশনসহ ৫শ কিলোমিটারের বেশি বিদ্যুতের লাইন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নাগাপাত্তিনাম জেলায়।
সাড়ে ৪শ’ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন প্রায় ৮১ হাজার মানুষ। আগেভাগেই বন্ধ করে দেওয়া হয় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দলের সঙ্গে উদ্ধার কাজে যোগ দিয়েছে ডুবুরিরা। দুর্যোগ কবলিত এলাকায় সব ধরনের সহায়তার নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজ্যের মুখ্যমন্ত্রী পালানিস্বামীও উদ্ধার কাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন।

সাইক্লোনটি দুর্বল হয়ে উত্তর-পশ্চিমে অগ্রসর হলেও এর প্রভাবে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি