ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

ভিডিও ভাইরাল

চলন্ত গাড়িতে ভেঙে পড়ল সাইনবোর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ১১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:০৩, ১১ জানুয়ারি ২০১৯

স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে একটি গাড়ি। হঠাৎই তার সামনে ভেঙে পড়ল বিশাল আকারের একটি পথ নির্দেশিকা বোর্ড। গাড়ির সামনের অংশ ভেঙে গেলেও গাড়িতে থাকা চালক প্রাণে বেঁচে যান। এমনই চাঞ্চল্যকর একটি ভিডিও প্রকাশ পেয়েছে সম্প্রতি। ঘটনাটি অস্ট্রেলিয়ার মেলবোর্নের।

ভিডিওতে দেখা যায়, মেলবোর্নের হাইওয়ে ধরে তীব্র গতিতে ছুটে যাওয়া একটি গাড়ির উপরে আচমকাই ৫ মিটার চওড়া এবং ৪ মিটার লম্বা একটি বৃহদাকার পথ নির্দেশিকা বোর্ড খুলে পড়ে। ভেঙে যায় গাড়ির সামনের অংশটি।

তবে আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেছেন গাড়ির চালক ৫৩ বছর বয়সী মহিলা। নেল্লা লেতিয়েরী নামে ওই মহিলার তেমন একটা গুরুতর চোটও লাগেনি। কাঁধে, গলায় এবং হাতে সামান্য চোট পেয়েছেন তিনি।

এই গাড়িটিরই পিছনে থাকা আরেকটি গাড়ির ড্যাশক্যাম থেকে রেকর্ড হয়েছে সম্পূর্ণ ঘটনাটি। এরপর অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যম সেটিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়।

সেই মহিলাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী করে সেই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

ভিডিও

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি