ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

শত্রুপক্ষকে সফল হতে দেওয়া চলবে না : মোদী

প্রকাশিত : ১৪:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

লোকসভা নির্বাচন নিয়ে দলীয় সমর্থকদের পরামর্শ দিতে চেয়েছিলেন মোদী। তার জন্য আয়োজিত হয়েছিল বিশ্বের বৃহত্তম ভিডিয়া কনফারেন্স। আর এতে ভারতে বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছে প্রায় ১ কোটি বিজেপি সমর্থক।

তবে সেই কনফারেন্সেও নরেন্দ্র মোদীর ভাষণে উঠে আসে সাম্প্রতিক ভারত-পাক সংঘাত প্রসঙ্গ।

তিনি বলেন, দেশে বিভাজন ঘটানোর চেষ্টা চালাচ্ছে শত্রুপক্ষ। তবে তাদের সফল হতে দেওয়া চলবে না। একজোট হয়ে লড়তে হবে সকলকে।

ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতিও দেন মোদী। আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতেও বিজেপি পদ্ম ফোটাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মোদী বলেন, ‘ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে এগোব আমরা। সামান্যতম ভুল হওয়া চলবে না। তাতে ভারতের উন্নয়ন থমকে যেতে পারে।’

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি