ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

সৌদির নাগরিকত্ব হারাল ওসামার ছেলে হামজা

প্রকাশিত : ১০:৩৫, ২ মার্চ ২০১৯ | আপডেট: ১০:৩৭, ২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের নাগরিকত্ব বাতিল করেছে সৌদি আরব। শুক্রবার এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরব এমন সময় হামজার নাগরিকত্ব বাতিল করল যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার সম্পর্কে তথ্য দিতে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে হামজা বিন লাদেন জঙ্গি দলটির গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

তবে হামজা বিন লাদেন বর্তমানে কোথায় আছেন তা জানা যায়নি এবং তার অন্য কোনো দেশের নাগরিকত্ব আছে কিনা তাও পরিষ্কার নয়।

হামজা পশ্চিমা দেশগুলোর রাজধানীতে হামলার ডাক দিয়ে অডিও এবং ভিডিও বার্তা প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর তার বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন বলে এক বিবৃতিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে নিহত হন ওসামা বিন লাদেন। তার নেতৃত্বেই ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলা চালানো হয়। এতে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারায়।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি