ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

‘পাকিস্তান-ভারতকে পরমাণু দেশ হিসেবে স্বীকৃতি দেয় নি চীন’

প্রকাশিত : ১১:৩৭, ২ মার্চ ২০১৯

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং

Ekushey Television Ltd.

পাকিস্তান এবং ভারতকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেয় নি চীন। এছাড়া,উত্তর কোরিয়াকেও চীনের এমন স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে। ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর এ ঘোষণা দেওয়া হলো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, চীন কখনোই পাকিস্তান এবং ভারতকে পরমাণু দেশ হিসেবে স্বীকৃতি দেয় নি।

এ ক্ষেত্রে চীনের অবস্থান কখনোই বদলায় নি বলেও জানান তিনি। পাকিস্তান এবং ভারতের মতোই পরমাণু দেশ হিসেবে উত্তর কোরিয়াকে চীন স্বীকৃতি দিবে কিনা জানতে চাওয়া হলে এ জবাব দেন তিনি।

৪৮ সদস্যের পরমাণু সরবরাহ গোষ্ঠী বা এনএসজিতে নয়াদিল্লির অন্তর্ভুক্তির  বিরোধিতা করছে চীন। পরমাণু অস্ত্র বিস্তার চুক্তি এনপিটিতে ভারত সই না করায় এ বিরোধিতা করছে চীন। ভারতের পথ ধরে পাকিস্তানও এনএসজি সদস্য হওয়ার চেষ্টা করছে।

এ সংস্থার সদস্য হওয়ার জন্য দু’টো পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়েছে চীন। এ জন্য প্রথমে এনপিটি সই করতে হবে এবং পরবর্তীতে সদস্য করার বিষয়ে সুনির্দিষ্টভাবে আলোচনা হবে বলে জানিয়ে দিয়েছে চীন।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি