ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রুশ সীমান্তে এক সপ্তাহে হানা ১৭ গোয়েন্দা বিমানের

প্রকাশিত : ০৮:৩২, ১২ মার্চ ২০১৯ | আপডেট: ০৮:৩৭, ১২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাশিয়ার সীমান্তের কাছাকাছি অঞ্চলে ১৭টি বিদেশী গোয়েন্দা বিমান শনাক্ত করা হয়েছে। রুশ সশস্ত্র বাহিনীর সংবাদপত্র কারাসনয়া জাভেজদা এ খবর দিয়েছে।

বিদেশি গোয়েন্দা বিমানকে তাড়াতে এবং আকাশ সীমায় অনুপ্রবেশ রোধ করতে তিন দফা রুশ যুদ্ধবিমানকে পাঠানো হয়েছে। অবশ্য, কোনো বিদেশি গোয়েন্দা বিমানই রুশ আকাশে অনুপ্রবেশ করে নি বলে খবরে উল্লেখ করা হয়।

এদিকে, এই প্রথম এ রকম ঘটনা ঘটে নি। রুশ সীমান্তের কাছে এর আগেও বিদেশি গোয়েন্দা বিমানকে ঘোরাফেরা করতে দেখা গেছে এবং এ সব বিমান নজরদারি চালানোর চেষ্টা করেছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি