ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

‘বিজেপিকে সুবিধা দিতেই ৭ দফায় ভোট’

প্রকাশিত : ১১:৫৮, ১২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বিজেপিকে সুবিধা করে দিতেই এতগুলো দফায় নির্বাচন ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই সঙ্গে কমিশনের প্রতি আস্থা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যেও তিনি প্রচারে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

রোববার লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করে নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশ, বিহারের সঙ্গেই পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দফায় ভোট হচ্ছে এবার। যা এর আগে এ রাজ্যে কোনও লোকসভা নির্বাচনেই হয়নি।

এই সূচি ঘোষণার পরই বিজেপি দাবি করে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি শোচনীয় বলেই ৭ দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের সূচি ঘোষণার প্রায় ২৪ ঘণ্টা পর এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী।

সোমবার নবান্ন ছাড়ার সময় মমতা বলেন, বিজেপিকে সুবিধা করে দিতে পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা, বিহার এবং উত্তরপ্রদেশে সাত দফার ভোট আসলে বিজেপিরই গেমপ্ল্যান।

তবে একই সঙ্গে পাল্টা চ্যালেঞ্জ করে তার বক্তব্য, বিজেপির এই গেমপ্ল্যান সফল হবে না। বরং এতে তারই সুবিধা। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করতে পারবেন।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি