ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কুয়েতের সবচেয়ে জনপ্রিয় বিদেশী নেতা এরদোগান: জরিপ

প্রকাশিত : ১৩:০৩, ১২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান কুয়েতের সবেচেয়ে জনপ্রিয় বিদেশী নেতা হিসেবে এক জরিপে উঠে এসেছেন। সম্প্রতি এ জরিপটি চালানো হয়। শনিবার এ জরিপের ফলাফল দেশটির দৈনিক পত্রিকা আল ক্যাবাসে প্রকাশ করা হয়।

জরিপে দেখা যায়, ৬৪ শতাংশ কুয়েতি এরদোগানকে জনপ্রিয় বিদেশী নেতা হিসেবে পছন্দ করেছেন।    

জরিপে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের প্রেসিডেন্ট শি-জিংপিং। তিনি পেয়েছেন ৪৯ শতাংশ ভোট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৫ শাতাংশ করে ভোট পেয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক এবং কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। কুয়েত আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ ২০১৭ সালে দু’বার তুরস্ক সফর করেছেন। তাদের মধ্যকার বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। 

তথ্যসূত্র: আনাদুলু এজেন্সি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি