ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মুম্বাইয়ে ফুটওভার ব্রিজ ধসে নিহত ৫

প্রকাশিত : ১১:৩৫, ১৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের মুম্বাইয়ে ফুটওভার ব্রিজ ধসে ২ নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টারমিনাস রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

মুম্বাই পুলিশের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছত্রপতি শিবাজি স্টেশনের একটি প্ল্যাটফর্মে প্রবেশ করতে যে ওভারব্রিজ প্রয়োজন হয় সেটি ভেঙে পড়েছে। ওই এলাকার ট্রাফিক কিছুটা বিঘ্নিত হয়েছে, পুলিশের তরফ থেকে যাত্রীদের অন্য রাস্তা ধরতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে মুম্বাইয়ের অন্ধেরিতে রেল ব্রিজ ভেঙে পড়ে। সেটি ১৯৭১ সালে তৈরি হয়। সেতু ভেঙে পড়ার পর দেশটির রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, সেটির নকশায় ত্রুটি আছে। ওই ঘটনার ৯ মাস আগে এ ধরনের আরেকটি ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছিল। এই স্টেশনটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে ইউনেস্কো। 

সূত্র: এনডিটিভি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি