ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ইমরানের ওপর যে কারণে ক্ষুদ্ধ হলেন  আফগান প্রেসিডেন্ট

প্রকাশিত : ০৯:১৭, ১৭ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি। এ ঘটনায় আফগান সরকার পাকিস্তানের একজন কূটনীতিককে তলব করেছে। পাশাপাশি আফগান সরকার ইমরান খানের ওই মন্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ বলে সমালোচনা করছে।

গত শুক্রবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান আশা প্রকাশ করে বলেছেন, তালেবান গোষ্ঠী ও আমেরিকার মধ্যে চলমান আলোচনা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করবে।

একইসঙ্গে ইমরান খান আশা করেন, কাবুল একটি ভালো সরকার গঠন করতেও সক্ষম হবে যে সরকারে আফগানিস্তানের সর্বস্তরের জনগণের প্রতিনিধিত্ব থাকবে।

ইমরান খানের এ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কাবুলে নিযুক্ত পাকিস্তানের কাউন্সেলরকে তলব করে।

পরে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিবগাতুল্লাহ আহমাদি এক টুইটার বার্তায় বলেন, “পাক সরকারের এই মন্তব্যে আফগানিস্তান গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এমন মন্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপ বলে মনে করছে।”

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি