ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

চীনে দাবানলে ২৭ দমকলকর্মীসহ ৩০ জনের মৃত্যু

প্রকাশিত : ২০:৩৫, ১ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক দাবানল নেভানোর চেষ্টায় ২৭ দমকলকর্মীসহ প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। সোমবার (১ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।

স্থানীয় গণমাধ্যম অনুসারে, শনিবার (৩০ মার্চ) সিচুয়ান প্রদেশের পাহাড়ি অঞ্চল, লিয়াংশান য়ি অটোনোমাস প্রিফেকচার থেকে দাবানল শুরু হয়। স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মী মিলিয়ে প্রায় ৭০০ মানুষ দাবানলটি নেভানোর কাজ করছিলেন। রোববার (৩১ মার্চ) বিকেলের দিকে আচমকা বাতাস দিক পরিবর্তন করলে দাবানল নির্বাপণকারীদের মধ্যে ৩০ জন নিখোঁজ হয়।

পরবর্তীতে সোমবার রাতে চীনের জরুরি অবস্থা ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, নিখোঁজ ৩০ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। এদের মধ্যে ২৭ জন সিচুয়ান ফরেস্ট ফায়ার ব্রিগেড’র সদস্য। বাকি তিন জন স্থানীয় বাসিন্দা।

প্রসঙ্গত, বসন্তকালে চীনে প্রায়ই দাবানলের সূত্রপাত হয়ে থাকে। সাম্প্রতিক সপ্তাহে চীন সরকার সিচুয়ানসহ অন্যান্য উচ্চ তাপমাত্রা ও খরা প্রবণ অঞ্চলগুলোতে জরুরি সতর্কতা জারি করেছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি