ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রাহুল গান্ধী কেরালায় মনোনয়নপত্র জমা দিলেন

প্রকাশিত : ১৭:৪৩, ৪ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ভারতের লোকসভা নির্বাচনে প্রার্থী হতে কেরালার ওয়ানাদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন। এ আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআইয়ের পিপি সুনীর ও বিজেপির তুষার ভেলাপ্পাল্লি।

মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বুধবার রাতে হেলিকপ্টারে কোঝিকোড়ে পৌঁছান রাহুল-প্রিয়াঙ্কা। তাদের শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার কংগ্রেসের কর্মী-সমর্থক। রাহুলের নির্বাচনি ক্যাম্পেইনের শুরুতে ব্যানার-ফেস্টুন নিয়ে অভিবাদন জানান তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাহুল-প্রিয়াঙ্কার সফরকে কেন্দ্র করে কোঝিকোড় ও ওয়ানাদে নিরাপত্তা জোরদার করা হয়।

ওয়ানাদে সংসদীয় আসনটি তিনটি অংশ নিয়ে গঠিত। এগুলো হচ্ছে ওয়ানাদে, মালাপ্পুরাম ও কোঝিকোড় জেলা। এই আসনে ত্রিমুখী নির্বাচনি লড়াই হবে।

২০১৪ সালে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে কেরালায় আটটি আসনে জিতেছিল কংগ্রেস। দু’টি আসনে জিতেছিল তাদের মিত্র ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। একটি আসনে জিতেছিল কেরালা কংগ্রেস এবং একটি আসন পেয়েছিল বিপ্লবী সমাজবাদী পার্টি। এবারের নির্বাচনে কংগ্রেস এই রাজ্যে তাদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায়।

কেরালা রাজ্যে আছে লোকসভার ২০টি আসন। আগামী ২৩ এপ্রিল থেকে তিন দফায় এখানে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২৩ মে ভোট গণনার পরে নির্বাচনের ফল ঘোষণার কথা রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি