ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় চার জওয়ান নিহত

প্রকাশিত : ১৮:০৫, ৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৮:২৬, ৪ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গোলাগুলিতে চার বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কানকের জেলায় মাহলা গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে বিএসএফের আরও অন্তত দুই সদস্য আহত হয়েছেন বলেও জানায় পুলিশ।

মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে যায় বিএসএফের ১১৪ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে মাওবাদীরা। এতে ঘটনাস্থলেই চার জওয়ানের মৃত্যু হয়।

পু্লিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুন্দরাজ পিটিআইকে বলেন, এ ঘটনায় চার জওয়ান নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।

ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ ভাগেল বলেন, যারা এই হামলা চালিয়েছে তারা কাপুরুষ। আমাদের জওয়ানরা এর পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

এর আগে, ২০১৪ সালের লোকসভা নির্বাচন চলাকালে মাওবাদী বিদ্রোহীদের হামলায় পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাসহ ১২ জন নিহত হন। লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ১১ ও ২৩ এপ্রিল।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি