ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

তালেবান হামলায় ৩ মার্কিন সেনা নিহত

প্রকাশিত : ০৮:৩৬, ৯ এপ্রিল ২০১৯

ফাইল ছবি।

ফাইল ছবি।

আফগানিস্তানের তালেবান যোদ্ধাদের হামলায় অন্তত তিনজন মার্কিন সেনা ও ঠিকাদার নিহত হয়েছেন। বাগরাম ঘাঁটির কাছে মার্কিন সেনাদের গাড়িবহর রাস্তার পাশে পেতে রাখা বোমায় আঘাত করলে ওই তিন সেনা মারা যায়।

সোমবার এক বিবৃতিতে আফগান সামরিক বাহিনী জানিয়েছে যে, বোমা বিস্ফোরণে তিন সেনা নিহত হওয়ার পাশাপাশি আরো তিনজন আহত হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তালেবান হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, এটা ছিল আত্মঘাতী গাড়ি হামলা। তালেবান বলেছে, তাদের একজন হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়।

বাগরাম ঘাঁটি হচ্ছে আফগানিস্তনে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। এটা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে অবস্থিত। 

আমেরিকা ও তালেবানের মধ্যে যখন শান্তি আলোচনা চলছে তখন এ হামলার ঘটনা ঘটলো। চলতি বছরে আফগানিস্তানে এ পর্যন্ত সাত মার্কিন সেনা নিহত হয়েছে। গত বছর মারা গিয়েছিল অন্তত  ১৩ জন মার্কিন সেনা।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/ 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি