ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ভেনিজুয়েলা বিষয়ে মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করল চীন

প্রকাশিত : ০৯:০৮, ১৬ এপ্রিল ২০১৯

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং।

Ekushey Television Ltd.

ল্যাতিন আমেরিকা ও চীনের সম্পর্ক নিয়ে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ‘অবমাননাকর, উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন’। ‘চীন ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন অভিযোগের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমেরিকা দীর্ঘদিন ধরে ল্যাতিন আমেরিকাকে নিজের বাড়ির পিছনের উঠান হিসেবে ব্যবহার করেছে। এ অঞ্চলের বহু দেশের সরকার উৎখাত করেছে আমেরিকা এবং এখনো প্রতিনিয়ত এসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ও হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।’

লু ক্যাং বলেন, ল্যাতিন আমেরিকার দেশগুলো এখন একথা উপলব্ধি করতে শুরু করেছে যে, তাদের প্রকৃত বন্ধু কে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি ল্যাতিন আমেরিকার তিন দেশ চিলি, প্যারাগুয়ে ও পেরু সফরকালে অভিযোগ করেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আর্থিক সহযোগিতা দেওয়ার মাধ্যমে চীন ওই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। পম্পেও আরো বলেন, চীনা অর্থনৈতিক হস্তক্ষেপে ভেনিজুয়েলা ধ্বংস হয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি