ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

এবার স্যাটেলাইট উৎক্ষেপণ করলো নেপাল

প্রকাশিত : ১১:০৫, ১৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

গতবছর বাংলাদেশ প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে। এবার সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো প্রতিবেশী দেশ নেপাল। এটাই দেশটির প্রথমবারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণ। এর মাধ্যমে স্যাটেলাইট যুগে প্রবেশ করল দেশটি।

নাসার ভার্জিনিয়া সেন্টার থেকে আজ বৃহস্পতিবার সফলভাবে নেপাল স্যাট-১ উৎক্ষেপণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের স্থানীয় সময় বিকাল ৪টা ৪৬ মিনিটে ভার্জিনিয়ার পূর্ব উপকূলে নাসার ওয়ালোপস ফ্লাইট ফ্যাসিলিটির মিড আটলান্টিক রিজিওনাল স্পেসপোর্ট থেকে ‘নেপাল স্যাট-১’ উৎক্ষেপণ করা হয়।

দ্য বার্ডস-৩ প্রোগ্রামের আওতায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে নেপাল সরকারকে সহযোগিতা করেছে জাপানিজ স্পেস এজেন্সি (জেএএক্সএ)।

নেপাল স্যাট-১ উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে নাসা এবং জাপানিজ স্পেস এজেন্সি। নেপালের দুই তরুণ বিজ্ঞানী আবাস মাসকেই এবং হরিরাম শ্রেষ্ঠ নেপাল স্যাট-১ স্যাটেলাইটটি তৈরি করেছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি