ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

যে স্লোগান শুনে গাড়ি থেকে নামতে বাধ্য হলেন মমতা (ভিডিও)

প্রকাশিত : ১০:৩৮, ৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

এগিয়ে যাচ্ছে ভারতের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। গন্তব্য চন্দ্রকোনা। সেখানে তিনি পদযাত্রায় অংশ নেবেন। হঠাৎ করেই রাস্তা থেকে উড়ে এল ‘জয় শ্রীরাম’ স্লোগান। গাড়ি থামিয়ে নেমে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন কড়া ধমক।

চন্দ্রকোনায় পদযাত্রা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার খড়্গপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে সাদা স্করপিওতে চেপে কনভয় নিয়ে যাচ্ছিলেন তিনি। মাঝপথে রাধাবল্লভপুর গ্রামে যেতেই ওই ঘটনা ঘটে।

মমতা যাবেন শুনে সেখানে ভিড় জমিয়েছিলেন অনেকে। হঠাৎই কনভয় লক্ষ্য করে উড়ে এল ‘জয় শ্রীরাম’ স্লোগান।

স্লোগান শোনা মাত্রই থেমে যায় মমতার গাড়ি। সামনের দরজা খুলে সটান রাস্তায় নেমে আসেন মমতা। তাকে দেখা মাত্রই ভিড় থেকে ছুট দেন কয়েক জন। তাদের উদ্দেশে চেঁচিয়ে মমতা বলেন, ‘‘পালাচ্ছিস কেন? আয়...’’

তবে এ ব্যাপারে তৃণমূলের তরফ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য আসেনি।

ভিডিও

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি