ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

কলকাতায় মোদীর রোড শো হচ্ছে না

প্রকাশিত : ১০:৫৩, ৫ মে ২০১৯ | আপডেট: ১০:৫৭, ৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রোড শো করার জন্যে সময় পাবেন না। রাজ্যের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এ কথা জানিয়েছেন। তবে শেষ দফা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে রাজ্যে আরও কয়েকটি জনসভা করার ব্যাপারে অনুরোধ করা হয়েছে। কিন্তু মোদীর পক্ষ থেকে তা এখনো নিশ্চিত করা হয়নি।

তবে মোদীকে না পাওয়া গেলেও অমিত শাহকে দিয়ে কলকাতায় রোড শো করিয়ে কিছুটা আশাপূরণ করতে চাইছেন রাজ্য বিজেপির নেতারা। যদিও বিজেপির ভেতরেই অনেকের প্রশ্ন, নরেন্দ্র মোদীর জায়গায় অমিত শাহ! রোড শো করতে হবে বলেই কি করা?

কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, শেষ দফা নির্বাচনের আগে ১৫ মে থেরে ১৭ মে-র মধ্যে যে কোন একদিন কলকাতার রাজপথে রোড-শো করতে পারেন অমিত শাহ। তবে সেটাও এখনও চূড়ান্ত নয়।

তথ্যসূত্র: এই সময়

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি