ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

প্রাইভেটকার ঠান্ডা রাখবে গোবর!

প্রকাশিত : ১৪:০৫, ২৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের এক গৃহিণী সেজাল। সম্প্রতি প্রাইভেটকার ঠান্ডা রাখতে গোবর ব্যবহার করেছেন তিনি। এরপর আলোচনায় আসেন ওই নারী।

সেজাল তার টয়োটা আল্টিস মডেলের গাড়িটির পুরোটা জুড়ে গোবর লেপেছেন। এর প্রান্তজুড়ে লাল-সাদা রঙে আলপনা করা হয়েছে। এই গাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।

ওই গৃহিণীর দাবি, গাড়ির ওপর গোবর লেপে দিলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছাড়াই ঠান্ডা থাকবে গাড়ি।

সেজাল বলেন, ঘরের দেয়ালে ও ছাদে গোবর লেপার ফলে ঘর গরমের সময় শীতল আর শীতের সময় উষ্ণ থাকে। গোবর লেপে তাপমাত্রা নিয়ন্ত্রণের ধারণা তিনি সেখান থেকেই পেয়েছেন।

সেজাল বলেন, তিনি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রেখে গাড়ি চালান। গোবর লেপার ফলে তার গাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার না করার ফলে তার গাড়ি থেকে ক্ষতিকর গ্যাস কম নির্গমন হচ্ছে বলেও দাবি করেন এই গৃহিণী।

তার গাড়িটি বৈশ্বিক উষ্ণায়ন রোধে ভূমিকা রাখছে বলে দাবি সেজালের।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি