ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

গানের তালে পুরোহিতের নাচ ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ২০ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৭:৪৯, ২০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

তাঁর কাজ দেব-বন্দনা। সেই তিনিও এড়াতে পারলেন ফিল্মি মোহ! ওনাম উৎসবে দক্ষিণী তারকা নিভিন পউলির জনপ্রিয় ছবি লাভ অ্যাকশনের হিট গান কুডুক্কু বেজে উঠতেই নেচেকুঁদে একসার দিল্লির পুরোহিত! সেই ভিডিও সোশ্যালে ছড়াতেই ভাইরাল। নিভিন নিজে সেই ভিডিও শেয়ার করেছেন। খবর এনডিটিভি’র।

নিভিনেক শেয়ার করা ভিডিও দেখাচ্ছে দিল্লির ম্যাথু কিঝাকেচিরা উদ্দাম নাচছেন গানের তালে। সঙ্গী আরও দুই শিল্পী। ম্যাথুকে উৎসাহ দিচ্ছেন সামনে উপস্থিত জনতা। এমন দুর্দান্ত পারফর্মেন্সের জন্য ম্যাথুকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন নিভিন। 

শুধুমাত্র ম্যাথুর নাচ দেখতে ২.৬ লক্ষ নেটিজেন ইতিমধ্যেই দেখে ফেলেছেন ভিডিওটি। প্রত্যেকে ম্যাথুর নাচের প্রশংসায় পঞ্চমুখ। তবে ঘটনা প্রকাশ্যে আসতেই লজ্জা পেয়ে গেছেন পুরোহিত। 
তিনি জানান, তখন তাঁর একটাই লক্ষ্য। ঠিকমতো অংশ নেওয়া, পারফর্ম করা। কেউ যে তাঁর নাচ ভিডিও করছে লুকিয়ে খেয়ালই করেননি!

https://www.instagram.com/tv/B2eUwMRlAuI/?utm_source=ig_web_button_share_sheet

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি