ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

মসজিদে সৌদি জোটের হামলায় ৫ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ২৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ইয়েমেনের একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) হুতি মালিকানাধীন আল মাসিরাহ টেলিভিশনের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  দেশটির ওমরান প্রদেশে সোদি জোটের হামলা শুরু হলে পরিবারটি কাছের একটি মসজিদে আশ্রয় নেয়। কিন্তু ওই মসজিদেও হামলা চালায় সৌদি জোট। হামলায় ওই পরিবারের ৫ জন নিহত হন বলে জানায় হুতিরা।

এছাড়া হামলার পর থেকে ওই পরিবারের আরও দুটি শিশু নিখোঁজ রয়েছে।

আল মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ দুই শিশুর খোঁজে মসজিদটির ধ্বংসস্তূপে তল্লাশি চালানো হচ্ছে।

তবে সৌদি আরবের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।

এমন সময় এ হামলা হলো, যখন চলতি সপ্তাহেই সৌদিতে নতুন করে হামলার না করার বার্তা দিয়েছিল হুতিরা। তাদের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছিল জাতিসংঘ। কিন্তু সৌদি জোটের এ হামলার কারণে, নতুন করে উত্তেজনার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি