ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ৯ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১১:০৭, ৯ ডিসেম্বর ২০১৯

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পরিবহনমন্ত্রী সানা মেরিন। ৩৪ বছর বয়সী সানা গতকাল রোববার সোস্যাল ডেমোক্রেট দলের হয়ে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। খবর দ্যা গার্ডিয়ান’র। 

শুধু ফিনল্যান্ডেই নন, সানা বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। তিনি ফিনল্যান্ডের ৩য় নারী প্রধানমন্ত্রী। 

রোববার এক ভোটাভুটিতে নির্বাচিত হন সানা। বিদায়ী প্রধানমন্ত্রী অ্যান্তি রিনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এর আগে গত মঙ্গলবার আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন অ্যান্তি রিনে। আগামীকাল মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সানা।

রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সানা বলেন, পুনরায় বিশ্বাস অর্জনের জন্য আমাদের একত্রে অনেক কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমি কখনও কাজের ক্ষেত্রে আমার বয়স বা আমি মেয়ে নাকি ছেলে তা নিয়ে ভাবিনি।

এর আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেসি হংচারুক ছিলেন বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। বর্তমানে তার বয়স ৩৫ বছর। ওলেসি এ বছরের আগস্টে দায়িত্ব গ্রহণ করেন। 

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি