ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

শান্তিতে বিশ্বাস করলেও কড়া জবাব দেওয়ার ক্ষমতা আছে: মোদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ১৭ জুন ২০২০

Ekushey Television Ltd.

ভারত বরাবরই শন্তির পক্ষে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আগ্রাসী আচরণের যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা ভারতের রয়েছে বলেও চীনকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিতীয় দিনের ভিডিও কনফারেন্সে এসব অবস্থানের কথা জানান মোদী।

সভার শুরুতেই চীন ও ভারতের সংঘর্ষে মৃতদের স্মরণ করেন মোদী। এসময় তিনি দুই মিনিটের নীরবতা পালন করেন। তিনি বলেন, ‘দেশবাসী আমাদের বীর জওয়ানদের জন্য গর্বিত। জওয়ানদের আত্মত্যাগ বিফলে যাবে না। আমাদের কাছে দেশের একতা ও সার্বভৌমত্ব সব থেকে গুরুত্বপূর্ণ।’

মোদী আরও বলেন, ‘ভারত শান্তি চায়। কিন্তু প্রয়োজনে যে কোনও পরিস্থিতিতে ভারত পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রাখে’ একইভাবে কখনও সুর নরম আবার কখনও সুর গরম করে চীনকে হুঁশিয়ারি দেয় ভারত বলে দেশটির গণমাধ্যম দাবি করছে। 

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা চাই না আবারও সংঘর্ষ হোক।’ আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা মেটানোর পক্ষে অবস্থান নিয়েছে চীন। পাশাপাশি ভারতকে সাবধান করে দিয়ে বেইজিং জানায়, ‘আবারও সীমান্ত পেরিয়ে চীনের এলাকায় প্রবেশ করলে ও এক তরফা আগ্রাসী পদক্ষেপ করা হলে সেক্ষেত্রে সীমান্ত পরিস্থিতি আরও খারাপ হবে।’

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি