ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সিডনিতে লকডাউনের মেয়াদ বাড়ল আরও দুই সপ্তাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫১, ১৫ জুলাই ২০২১ | আপডেট: ০৭:৫৪, ১৫ জুলাই ২০২১

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে আনতে লড়াই করে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির বৃহত্তম নগরী সিডনিতে লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। এ নগরী ইতোমধ্যে লকডাউনের তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। খবর এএফপি’র।

বুধবার (১৪ জুলাই) এ রাজ্যের প্রধানমন্ত্রী গ্লাডিস বেরাজিক্লিয়ান এ ঘোষণা দেন। ফলে সিডনির ৫০ লাখ বাসিন্দকে ‘কমপক্ষে’ আরও দুই সপ্তাহ লকডাউনের আওতায় থাকতে হবে। 

প্রধানমন্ত্রী বেরাজিক্লিয়া বলেন, ‘এমন কথা বলা কষ্টকর হলেও আমাদের লকডাউনের মেয়াদ দুই সপ্তাহ বাড়ানো প্রয়োজন।’

অস্ট্রেলিয়ার ‘কোভিড জিরো’ কৌশলের আওতায় দেশের বিভিন্ন কর্তৃপক্ষ গুচ্ছ সংক্রমণ সম্পূর্ণভাবে প্রতিরোধ করার প্রচেষ্টা চালাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সিডনিতে নতুন করে আরও ৯৭ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। দেশটির এ গুরুত্বপূর্ণ নগরীর লকডাউন আগামী ১৬ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও তা এখন ৩০ জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে।

লকডাউনের আওতায় সিডনির অধিকাংশ বাসিন্দার শরীর চর্চা, অত্যাবশকীয় কেনাকাটা, কাজ বা স্বাস্থ্যজনিত কারণে ঘরের বাইরে যাওয়ার সুযোগ রয়েছে। তবে এ লকডাউনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং লোকজনকে বাড়িতে অবস্থান করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি