ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪

ইয়েমেনে গাড়ি বোমা হামলায় নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১১ অক্টোবর ২০২১

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের এডেনে গভর্নরের গাড়িবহরকে লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। এতে ঘটনাস্থলেই মারা গেছেন তিন জন।  আহত হয়েছেন সাত জন। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার দক্ষিণাঞ্চলের বন্দরনগরী এডনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এই হামলা থেকে বেঁচে ফিরেছেন দেশটির গভর্নর আহমেদ লামলাস ও কৃষিমন্ত্রী সালিম আল-সুকাত্রি।

রোববারের এই হামলায় মারা গেছেন, গভর্নরের প্রেস সেক্রেটারি, ফটোগ্রাফার এবং গভর্নরের নিরাপত্তা প্রধান। এছাড়া আরও দুইজন, যার মধ্যে একজন সাধারণ পথচারীও আছেন।

দেশটির তথ্যমন্ত্রী আল এরিয়ানি বলেন, এই হামলা সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা মাত্র। 

এই হামলায় ইসলামী জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছে এসটিসির মূখপাত্র আলী আল কাথিরি। যদিও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। 

সূত্র: রয়টার্স
এসবি/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি