ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

কাশ্মীরে বাস খাদে পড়ে ২২ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ৩ নভেম্বর ২০২১ | আপডেট: ১৩:৫৯, ৪ নভেম্বর ২০২১

দুর্ঘটনার চিত্র

দুর্ঘটনার চিত্র

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার বিকেলে রাজধানী মুজাফফরাবাদের প্রায় ১৬০ কিলোমিটার (৯৫ মাইল) পূর্ব দিকে দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা রাজা মোয়াজ্জাম এএফপিকে জানান, "৪০ জন যাত্রী নিয়ে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে বাঁক নেয়ার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়।"

তিনি এ দুর্ঘটনার জন্য দ্রুত গতিকে দায়ী করে বলেন, “কর্তৃপক্ষ মৃতদেহ ও আহতদের উদ্ধার করার চেষ্টা করছে।”

পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের প্রায় ১৬০ কিলোমিটার (৯৫ মাইল) পূর্ব দিকে দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের আরেকজন কর্মকর্তা এ দুর্ঘটনায় ২৩ জনের প্রাণহানির খবর জানিয়েছেন। 

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি