ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

কিয়েভের আবাসিক ভবনে রুশ হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ১৫ মার্চ ২০২২

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশে রুশ হামলা চলছে কয়েক সপ্তাহ ধরেই। এবারে কিয়েভেও বড় ধরনের হামলা হল। এখন কিয়েভের আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করেও রুশ বাহিনীর হামলা শুরু হয়েছে।  

এরইমধ্যে কিয়েভের মেট্রো স্টেশনে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নতুন করে রুশ সামরিক বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু আবাসিক ভবনের ছবি প্রকাশ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সেসব ছবিতে কিয়েভ অঞ্চলের সভিয়াতোশিনস্কি জেলায় দু’টি পৃথক ভবনে রুশ আক্রমণের পর আগুন জ্বলতে দেখা যায়।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই হামলায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এদিকে কিয়েভের একটি মেট্রো স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে স্টেশনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাশিয়ার হামলা নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে সেটি পরিষ্কার করা হয়নি।

সূত্র: বিবিসি

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি